Wellcome to National Portal
  • banner 3
  • banner 4
  • banner 6
  • banner 5
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ এপ্রিল ২০১৯

সোনারগাও জাদুঘরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত


প্রকাশন তারিখ : 2019-04-14

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে তিনদিনব্যাপী বৈশাখীমেলা ও বর্ষবরণ উৎসব উদযাপিত হয়। পহেলা বৈশাখের প্রভাতি আয়োজন শুরু হয় মঙ্গল শোভাযাত্রা ও মনোরম ঝিলের জলে নৌকাবিলাসে বাউলদের বর্ষবরণের গান পরিবেশনের মধ্য দিয়ে। এ উপলক্ষে দর্শনার্থীদের জন্য জাদুঘর উন্মুক্ত রাখা হয়। এছাড়া দিনব্যাপী আনন্দযজ্ঞে ছিল পুতুল নাচ, নাগর দোলা, নৌকা দোলা, বায়স্কোপ, গ্রামীণ খেলাসহ হাজারো আনন্দ উপকরণ। 

IMG_1107
মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ঝিলের জলে স্থাপিত ময়ূরপঙ্খী নৌকা মঞ্চে বাংলা নববর্ষের মাঙ্গলিক আয়োজনের শুভ উদ্বোধন করেন ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপ। 
এ উপলক্ষে গ্রামবাংলার কারুশিল্পী প্রদর্শনীতে অংশগ্রহণ করেন রাজশাহীর শখের হাঁড়িশিল্পী সুশান্ত পাল, সঞ্জয়পাল, মৃত্যুঞ্জয় পাল; পটচিত্র শিল্পে রতন পাল, কনিকা পাল; সোনারগাঁয়ের দারুশিল্পে বীরেন্দ্র সূত্রধর, দিপালী রানী সূত্রধর, আশুতোষ সূত্রধর, সন্ধ্যা রানী সূত্রধর; বাঁশ-বেত কারুশিল্পে শ্রী পরেশ চন্দ্র দাস, রাজকুমার দাস; নকশি কাঁথায় আলেয়া আক্তার, লাকী ইমরান, চট্টগ্রামের তালপাতার হাতপাখা কারুশিল্পে মনোয়ারা বেগম, আরফা খাতুন; মাগুরার শোলাশিল্পে শ্রী শংকর মালাকার, রামপ্রসাদ মালাকার; এবং মাসব্যাপী কারুশিল্পী প্রশিক্ষণে নকশি কাঁথা কারুশিল্পে হোসনে আরা বেগম, পাটজাত কারুশিল্পে কাইফু, মোর্শেদা আক্তার, এবং নকশি হাতপাখা কারুশিল্পের প্রশিক্ষক প্রশিক্ষণার্থীগণ অংশ গ্রহণ করেন। 

IMG_1368
কবি আফরোজা কণার সার্বিক সঞ্চালনায় বৈশাখী আনন্দযজ্ঞে ছিল নৃত্যানুষ্ঠান, রবীন্দ্র গোপ রচিত বর্ষবরণ গান, বাউল গান, লালন, হাছন রাজা, শাহ আবদুল করিমের গান এবং জারি-সারিগানের সুরের মূর্ছনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বৈকালিক আয়োজনে বর্ষবরণ উপলক্ষে ফাউন্ডেশনের লোকমঞ্চে লালন পাঠশালার ছোট সোনামণিদের নাচ-গান- কবিতা আবৃত্তি ও বাউল গানের আসর বসে। 

IMG_1193
এতে লোকসঙ্গীত পরিবেশন করেন শিল্পী সিন্ধা রীতা, আনিসা, রুমা গোপ, পান্না খানম, ছোট খালেক দেওয়ান, আইনাল হক বাউল ও তার দল, স্বর্ণা, সীমা, প্রাপ্তি, কাকলি সরকার প্রমুখ। হাজার হাজার দর্শক বর্ষবরণের অনুষ্ঠানমালা উপভোগ করেন।

57168331_2384820101729557_7728326038882615296_n

57350493_356634731862774_7893724787069943808_n