Wellcome to National Portal
  • banner 3
  • banner 4
  • banner 6
  • banner 5
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ ডিসেম্বর ২০১৮

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের জয়নুল চত্বরে এদেশের মাটি ও মানুষের শিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৪ তম জন্মোৎসব এবং বড়দিন উৎসব উদযাপিত


প্রকাশন তারিখ : 2018-12-28

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের জয়নুল চত্বরে মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এদেশের মাটি ও মানুষের শিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৪ তম জন্মোৎসব এবং বড়দিন উৎসব পালনে  দিনব্যাপী  বর্ণিল অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। এ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের পাদদেশে, শিল্পাচার্য জয়নুল আবেদিনের ভাস্কর্য এবং শহীদ শেখ রাসেল ভাস্কর্যে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। অনুষ্ঠানে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। 

49038933_597004577411065_1208152151218454528_n

ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপের সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্পাচার্যের বর্ণাঢ্য জীবন ও কর্মের নানা দিক নিয়ে আলোচনা হয়। আলোচনায় ফাউন্ডেশনের উপপরিচালক মো: রবিউল ইসলাম, শিল্পী একেএম আজাদ সরকার প্রমুখ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে লোকসঙ্গীত পরিবেশন করেন শিল্পী আনিসা, শিল্পী রুমা গোপ,  এস. এ আকাশ, আইনাল হক বাউল ও তারদল, সাঈদা ইসলাম প্রাপ্তি, স্বর্ণা এবং লালন পাঠশালার ছোট্ট সোনামণিগণ। অনুষ্ঠানটির সার্বিক ছিলেন সাগর অনন্ত। 

49002948_663859680676482_6490574897205477376_n

বিপুলসংখ্যক দর্শক বর্ণাঢ্য অনুষ্ঠানমালা উপভোগ করেন।

49148395_1063882820463808_8646856373394472960_n